ক) নাম– হামিরদী ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন– ৬(বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা– ১৯২৬৩ জন (পুরুষ-৯৩৮৪, মহিলা-৯৮৭৯)(প্রায়) (২০১১ সালের আদমশুমারী তথ্য অনুযায়ী)
ঘ) গ্রামেরসংখ্যা– ২০ টি।
ঙ) মৌজার সংখ্যা– ০৬ টি।
চ) হাট/বাজারসংখ্যা- ০৩ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগের মাধ্যম– মাইক্র, অটোরিক্সা, সিএনজি,ভ্যান/ রিক্সা।
জ) শিক্ষারহার– ৪০ % (পুরুষ ৪০.৮%, মহিলা ৩৯.২%), (২০১১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)।
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৫ টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- নাই,
উচ্চমাধ্যমিক বিদ্যালয়- ০৩ টি,
নিম্নমাধ্যমিক বিদ্যালয়- নাই ,
কলেজ - ০১ টি, (মাধবপুর বিজনেস মেনেজমেন্ট এন্ড টেকনিক্যাল কলেজ)
মাদ্রাসা- ১১ টি,
মসজিদ- ৪৮ টি,
মন্দির- ০৬ টি,
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান– আলহাজ্ব মোঃ খোকন মিয়া
ঞ) গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান- নাই।
ট) ঐতিহাসিক/পর্যটনস্থান– নাই।
ঠ) ইউ,পি ভবন স্থাপনকাল– ২০০৭-২০০৮ অর্থ বছর।
ড) নব গঠিত পরিষদের বিবরণ–
১) শপথ গ্রহণের তারিখ– ০১/১২/২০২১ইং
২) প্রথম সভার তারিখ– ০১/০১/২০২২ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ– ২৮/১১/২০২৬ইং
ঢ) গ্রাম সমূহের নাম–
হামিরদী, গজারিয়া, ছোট হামিরদী, গোপিনাথপুর, মুনসুরাবাদ, খাপুরা, শিংগারিয়া,
মাঝিকান্দা, মাধবপুর, চৌধুরীকান্দা, রাজকান্দা, ছোট পানাডুবী, বড় পানাডুবী,
কুঠীবাড়ী, ছোট মুচকুরনী, খোন্দকারকান্দা, সেনকান্দা, ভীমেরকান্দা, বড়মুচকুরনী, সাহাপাড়া।
ণ) ইউনিয়ন পরিষদ জনবল–
১) নির্বাচিত ইউ,পি চেয়ারম্যান- ০১ জন।
২) নির্বাচিত পরিষদ সদস্য– ১২ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব– ০১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ– ১০ জন।
৪) ইউনিয়ন পরিষদ উদ্যোক্তা (কম্পিউটারম্যান)- ০২ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস